নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ গতকাল রাজস্থানের কোটা শহরে আবারও মৃত্যু হলো ২০ বছর বয়সী ১ জন ছাত্রের। মৃত ছাত্রের নাম ফৌরিদ হোসেন। এই নিয়ে চলতি বছরে কোটায় ছাত্র মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন।
সূত্রের খবর, ফৌরিদের ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল। তাই ডাক্তারীর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় গিয়েছিল। সেখানে কোটার ওয়াক্ফ নগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল। বাকি ছাত্ররা জানিয়েছে, “গতকাল বিকেলবেলা ৪টে নাগাদ তাকে শেষ বার দেখা গিয়েছিল। এরপর ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। কিন্তু দীর্ঘক্ষণ পরেও দরজা না খুললে সন্দেহ হওয়ায় ফোন করা হয়।
তবে ফোনও না ধরায় বাড়ির মালিককে খবর দেওয়া হয়।” আর বাড়ির মালিক পুলিশকে পুরো বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভেঙে ফৌরিদের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এছাড়া ফৌরিদের মা-বাবাকেও এই মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে বহু কোচিং সেন্টার রয়েছে। কিন্তু অনেকেই পড়ার চাপ এবং প্রতিযোগীতার দৌড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এই কারণে প্রশাসনের তরফে আত্মহত্যা আটকাতে কোচিং সেন্টারগুলিতে চাপ কমানো ও পরীক্ষার ফল প্রকাশ্যে না বলার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও কোটায় মৃত্যু সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।