নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের নবগ্রামের চুপুর মোড় সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে ছুটে আসা পাথরবোঝাই একটি ট্র্যাক্টরের চাকায় পিষে মৃত্যু হলো ৫ বছর বয়সী স্থানীয় এক জন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবী, “ওই শিশু বাড়ির পাশে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। তাই রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় পাঁচগ্রাম থেকে নবগ্রামগামী পাথরবোঝাই ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।”
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাদতন্তের জন্য পাঠান। পাশাপাশি ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করে চালককে গ্রেফতার করেছেন। মর্মান্তিক এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।