নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কালনায় ধান সেদ্ধ করার ‘স্টিম রুমে’ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো ১ কিশোরের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম রকি হালদার। বয়স ১৭ বছর। বাড়ি কালনার ধর্মডাঙা গ্রামে।
মৃতের মামা শ্যামল হালদার জানান, ‘‘রকিকে ওর বন্ধুরাই খুন করেছে। পুলিশ তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই সব পরিষ্কার হয়ে যাবে। খুনিরা ধরে পড়বে।’’ তবে নির্দিষ্ট করে কোনো বন্ধুর নাম বলতে পারলেও পুলিশের কাছে দোষীদের ধরার জন্য আর্জি জানানো হয়েছে।
গোডাউনের মালিক বিদ্যুৎ রায় বলেন, ‘‘তিনি এই বিষয়ে কিছুই জানেন না। খবর পেয়ে গোডাউনে আসে। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে। কিন্তু এমনটা হয়েছে কিভাবে তা জানা নেই।’’