চয়ন রায়ঃ কলকাতাঃ চলতি বছর পঞ্চায়েত নির্বাচন হিংসা ও খুনোখুনির মধ্যে দিয়ে হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকে ভোটের দিন অবধি রাজনৈতিক দলকর্মী সহ ভোটকর্মী মিলিয়ে ১৯ জন রাজনৈতিক হিংসার বলি হয়েছেন।
এবার রাজ্য নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায়। পাশাপাশি আজ রাজ্য সরকার মন্ত্রীসভার বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসায় বলি হওয়া নিহতদের পরিবারকে চাকরী দেওয়ার কথা ঘোষণা করে জানান, “প্রত্যেক পরিবারের একজনকে হোম গার্ড ভলান্টিয়ারের চাকরী দেওয়া হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
যদিও বাংলায় এমন ধরণের ঘটনা একেবারেই নজিরবিহীন নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৭৬ জনের মৃত্যু হয়েছিল। ২০০৮ সালে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে ৩৯ জনের মৃত্যু হয়েছিল এবং ২০১৮ সালে ২৯ জনের মৃত্যু হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here