নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সম্প্রতি কানাডাবাসী ভাইপোর গলা নকল করে দিল্লিবাসী পিসির থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো জালিয়াতদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি ‘এআই’ প্রযুক্তির সাহায্যে ঘটেছে।
সূত্রের খবর, প্রায়শই ৬০ বছর বয়সী প্রৌঢ়া পিসিকে ভাইপো ফোন করত। সময়ের সাথে সামঞ্জস্য রাখতে মধ্যরাতেই তাদের বেশী কথা হত। অন্যান্য দিনের মতোই সেদিন ফোন আসে। একেবারে ভাইপোর গলার স্বর নকল করে পাঞ্জাবী ভাষায় ওই প্রৌঢ়ার সাথে কথা বলে। আর বিশেষ প্রয়োজনে দেড় লক্ষ টাকা সাহায্য চাইলে ওই প্রৌঢ়া ফোন মারফত টাকা পাঠিয়ে দেন।
আর যতক্ষণে সন্দেহ হয় ততক্ষণে টাকা দেওয়া হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, “গলার স্বর নকল করে আর্থিক জালিয়াতির ঘটনা বিশ্বের নানা প্রান্তে বেড়েই চলেছে। কানাডা ও ইজরায়েলের মতো দেশ জালিয়াতদের নতুন শিকার। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বয়স্ক এবং নিঃসঙ্গ পরিজনেরাও জালিয়াতদের নজরে থাকে। তাই টাকা পাঠানোর আগে বার বার যাচাই করা উচিত।”
অনলাইন আর্থিক জালিয়াতি রুখতে ‘এআই’ প্রযুক্তির ব্যবহার যেমন জনপ্রিয় হয়ে উঠছে, তেমনই সাধারণ মানুষকে বিপদের মুখেও ঠেলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে যেকোনো ব্যক্তির গলার স্বর হুবহু নকল করে ফেলা যায়। এক বার শুনেই তা ধরে ফেলা সহজ নয়। প্রতারকেরা তাই হাতিয়ার হিসাবে এই প্রযুক্তির দিকেই হাত বাড়াচ্ছে।