নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শিঙাড়া খেয়েই গুরুতর অসুস্থ বাবা-মেয়ে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
জানা যাচ্ছে, মনোজ পেশায় একটি দোকানের কর্মচারী। প্রতিদিন সকালবেলা কাজে বেরিয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন। এদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন। আর প্রবল খিদেও পেয়েছিল। কিন্তু স্ত্রী বাড়িতে না থাকায় পাড়ার একটি মিষ্টির দোকান থেকে ছেলেকে শিঙাড়া কিনে আনতে পাঠিয়েছিলেন।
এরপর ছেলে শিঙাড়া কিনে আনার পর ছেলে-মেয়ে-বাবা সকলেই খেতে শুরু করে। তবে হঠাৎ মেয়ের চিৎকারে মনোজবাবু চমকে উঠে দেখেন মেয়ের হাতের শিঙাড়ার আলুর মধ্যে একটা মরা টিকটিকি পড়ে রয়েছে। আর ততক্ষণে মনোজবাবু ও মেয়ের অনেকটাই শিঙাড়া খাওয়া হয়ে গিয়েছে। কিন্তু শিঙাড়া ফেলে দিলেও যা হওয়ার তা হয়ে গিয়েছিল।
কিছুক্ষণ পর থেকেই মনোজবাবু এবং মেয়ে অসুস্থ বোধ করেন। প্রথমে মেয়ের বমি শুরু হয়। পরে তিনিও বমি করতে শুরু করেন। তারপর দু’জনেই জ্ঞান হারালে তড়িঘড়ি মনোজবাবু ও মেয়েকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মনোজবাবুর বিপদ কিছুটা কাটলেও মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।