চয়ন রায়ঃ কলকাতাঃ গড়িয়াহাট থানা এলাকার ডোভার লেনে ছ’তলার একটি বহুতলের বাইরের অংশে রং করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হলো ১ জন শ্রমিকের। মৃতের নাম শামসুদ্দিন মিস্ত্রি। বয়স ২২ বছর। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার মহেশপুরের ব্যাসপুরে।
এই দুর্ঘটনার পরে শামসুদ্দিনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে তার বাবা আব্দুল খালেকও ওই বহুতলে রঙের কাজ করছিলেন। ঘটনার সময়ে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তবে মৃতের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
- Sponsored -
- Sponsored -
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই বহুতলে রঙের কাজ করার সময়ে শামসুদ্দিনের শরীর দড়ি বাঁধা থাকলেও হেলমেট ও সুরক্ষা-বিধির অন্যান্য সামগ্রী ছিল না। ওই দড়ি যে হুকে আটকানো ছিল, তা কোনোভাবে খুলে যাওয়ার কারণেই শামসুদ্দিন নীচে পড়ে যায়।
কিন্তু হেলমেট এবং সুরক্ষা-বিধির অন্যান্য সামগ্রী পড়েনি কেন আর ওই হুক খুলে নীচে পড়ে গেল কিভাবে পুলিশ তা খতিয়ে দেখছেন। একই সঙ্গে কাজের সময়ে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি ঠিক ভাবে মেনে চলা হয়েছিল কি না, তাও ভালোভাবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রায়শই শহরে সুরক্ষা-বিধির অভাবে বহুতলে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। মূলত শ্রমিকদের বহুতলে কাজ করানো হয়ে থাকে বলে অভিযোগ। তবে এ দিন শামসুদ্দিন প্রাথমিক সুরক্ষা সরঞ্জাম নিয়ে কাজ করতে উপরে উঠেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর সঙ্গে ছিল না হেলমেটের মতো সুরক্ষা-অস্ত্র।