নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মথুরায় শ্রেণী কক্ষের মধ্যে নবম শ্রেণীর এক জন র বিরুদ্ধে। তবে এই ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
সূত্র মারফত জানা গিয়েছে, গত ৬ ই নভেম্বর এই ঘটনা ঘটেছে। আর ৭ ই নভেম্বর ওই ছাত্রী মথুরার কোশিকালান থানায় অভিযোগ দায়ের করে এও জানায় যে, “তাকে অভিযুক্ত শিক্ষক হুমকি দিয়ে জানিয়েছিলেন, থানায় অভিযোগ করলে পরিণাম খারাপ হবে।”
পুলিশ এই ঘটনায় ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন ও তফশিলী জাতি-জনজাতি আইনে মামলা দায়ের করেছে। এর পাশাপাশি অভিযুক্তকে ধরার জন্য একাধিক দলও গঠন করা হয়েছে।