ব্যুরো নিউজঃ ইজরায়েলঃ আজ পশ্চিম গাজার আল-নাসর হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রাণ হারিয়েছেন ৩ জন। আর আহত হয়েছেন ১২ জনের বেশী। এই হামলার পরে হাসপাতাল চত্বরের চারদিকে শুধু বোমার টুকরো পড়ে থাকতে দেখা যায়। আর চারিদিক ধোঁয়ায় ছেয়ে থাকে।
সূত্রের খবর, এদিন ইজরায়েল গাজার আল-নাসর হাসপাতাল ও আল-শিফা মেডিকেল কমপ্লেক্সকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। জানা যাচ্ছে, আল-শিফা ওই এলাকার সর্ববৃহৎ হাসপাতালের মধ্যে শীর্ষে রয়েছে। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এই যুদ্ধে গাজার দশ হাজারেরও বেশী প্যালেস্তিনীয় নাগরিক মারা গিয়েছেন। আর আহত হয়েছেন প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ। এই পরিস্থিতিতেও ইজরায়েলি সেনা হাসপাতাল এবং শরণার্থী শিবিরগুলিতে ধারাবাহিক ভাবে হামলা চালাচ্ছে। পাশাপাশি জ্বালানি, ওষুধ সহ অত্যাবশকীয় পণ্যের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
আল কুদ সহ গাজা ভূখণ্ডের চারটি হাসপাতাল তাদের জরুরী পরিষেবার ক্ষেত্র সীমিত করেছে। এদিকে গত ৩ রা নভেম্বর থেকে গাজার প্রধান হাসপাতাল আল-শিফা এবং ইন্দোনেশিয়া হাসপাতালের ডিজেলের অভাবে মূল জেনারেটর বন্ধ রয়েছে। এমনকি মজুত জ্বালানীও শেষের পথে।