নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ নবরাত্রি উপলক্ষে গুজরাতের পোরবন্দরের গরবা নাচের অনুষ্ঠানে পুরস্কার জেতা কিশোরীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। ১১ বছর বয়সী কিশোরী ক্রুপালি ওদেদরা জোড়া পুরস্কার পেয়েছিল।
সূত্রের খবর, ক্রুপালি অনুষ্ঠানের আয়োজকদের কাছে নিজের পুরস্কার চাইতে গেলে আয়োজকরা একটি পুরস্কার দিচ্ছিলেন অন্য পুরস্কার দিতে চাইছিলেন না। এই নিয়ে তার পরিবার আয়োজকদের সাথে কথা বলতে চাইলে ঝামেলা শুরু হয়। আর এই ঝামেলার আক্রোশ থেকেই ক্রুপালির বাবা সরমনকে বেধড়ক মারধর করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে বাড়ি ফিরে আসার পর রাতেরবেলা ছ’জন যুবক বাড়িতে চড়াও হয়ে সরমনকে আক্রমণ করে। এরপর মারতে মারতে জোর করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এদিকে ক্রুপালির মা পুলিশ ডেকে ঘটনাস্থলে পৌঁছালে তাকে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তারপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় গরবা নাচের আয়োজকদের বিরুদ্ধে খুন ও অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।