Indian Prime Time
True News only ....

দীর্ঘ ১৪ বছর পর ফের উৎসবের আনন্দে মেতে উঠলো বাঙালীরা

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দীর্ঘ ১৪ বছর পর বাঙালীর শ্রেষ্ঠ পুজো দুর্গা পুুজোর আনন্দে মাততে চলেছে রোমের বাঙালীরা। চলতি বছর ইটালির রোম শহরে ‘ইন্ডিয়ান কালচারাল অর্গ্যানাইজেশন’ আরো এক বার দুর্গা পুজোর আয়োজন করেছে। অনেক আগেই বারো ফুটের প্রতিমা সমুদ্র পাড়ি দিয়ে কুমোরটুলি থেকে চলে এসেছিল। 

বাঙালীদের পাশাপাশি ভারতের নানা প্রান্ত থেকে কর্মসূত্রে জড়ো হওয়া মানুষ এই পুজো দেখতে আসেন। আগামী শুক্রবার ষষ্ঠীর সন্ধ্যায় এই পুজোর শুভ উদ্বোধন হবে। ভারতের দূত নীনা মলহোত্রও সহ অন্যান্য দেশের দূতাবাসের আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক কর্তা-ব্যক্তিরাও উপস্থিত থাকছেন। পাঁচ দিন ধরে চলা এই উৎসবে নবরাত্রির বিশেষ উদ্‌যাপনও থাকছে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া বাংলা গান-নাচ, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশেষ আকর্ষণ হিসেবে ডান্ডিয়াও থাকবে। ষষ্ঠী থেকে দশমী টানা পাঁচ দিনই সব দর্শনার্থীর জন্য ভোগের ব্যবস্থা থাকছে। থাকছে খিচুড়ি, লাবড়া ও পায়েস। এছাড়া সপ্তমী-অষ্টমীর জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও থাকবে। 

পাশাপাশি পুজো মণ্ডপ চত্বরে খাবারের নানা স্টলও থাকবে। ভারতের নানা প্রান্তের বিশেষ বিশেষ পদ সেখানে থাকবে। রোমের ভারতীয় দূতাবাস এই পুজোর যাবতীয় কর্মকাণ্ডে বিশেষ ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। এই পুজোর অন্যতম উদ্দেশ্য হলো, বিশ্বের দরবারে দুর্গাপুজোর ঐতিহ্য তথা ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored