নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর আরিয়ালুর জেলার বাজি কারখানায় আগুন লেগে প্রাণ হারালেন ১০ জন। মৃতদের মধ্যে তিন জন মহিলা আছেন। আর আহত হয়েছেন আরো ১৩ জন। গত পাঁচ দিনে এই নিয়ে দ্বিতীয় বারের ঘটনা।
সূত্রের খবর, কারখানার ভিতর ন’টি দু’চাকা, একটি ট্রাক ও একটি ভ্যান রাখা ছিল। কিন্তু বাজি তৈরীর জন্য মজুত রাসায়নিকে আগুন লেগে বিস্ফোরণে ঘটে সব যান পুড়ে ছাই হয়ে যায়। আর বেশ কয়েক জন শ্রমিক কারখানার ভিতর আটকে পড়েন। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে দমকল কর্মীরা কারখানার কাছে ঘেঁষতেই পারেননি। তারপর আশপাশের জেলার দমকল কেন্দ্র থেকে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কারখানার পাশে চাষের ক্ষেত থাকায় বেশ কিছু দেহাংশ পাশের ক্ষেতে গিয়ে পড়েছে। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পাশাপাশি ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পুলিশ মামলা দায়ের করে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তাছাড়া মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।