রায়া দাসঃ কলকাতাঃ দমদমের নাগেরবাজারের নয়াপট্টি জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় কয়েক বিঘা জমির উপর থাকা একটি বাগানবাড়িতে ৭২ বছর বয়সী কল্যাণবাবুকে খুনের ঘটনায় গাড়ির চালককে সৌরভ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কল্যাণবাবুর বিএমডব্লিউ গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাড়ির গাড়িটির খোঁজ না পাওয়ায় প্রথমে পুলিশ সৌরভকেই সন্দেহ করে। এরপর তদন্তে নেমে তাকে গ্রেফতার করে জানতে পারেন, সৌরভ কল্যাণবাবুর গাড়ি নিয়ে দিঘা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি গাড়ি দিতে রাজি না হওয়ায় সৌরভ রেগে গিয়ে খুন করেন।