নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সিকদারপুর এলাকায় গঙ্গা থেকে উদ্ধার ২ বছর বয়সী এক শিশু কন্যার মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গতকাল সন্ধ্যেবেলা ওই শিশু বাড়ির সামনে খেলছিল। কিন্তু পরে আর খোঁজ মেলেনি। আশপাশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর এক জন প্রতিবেশী জানান, ‘‘জনৈকা মায়ামান বিবির কোলে শিশুটিকে দেখা গিয়েছে।’’ তারপর ওই মায়ামান বিবিকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি পুরো ঘটনার কথা অস্বীকার করলেও শেষমেশ ওই শিশুটিকে নিজের হাতে খুন করার কথা স্বীকার করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোনের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে ওই শিশুটির কানে ও হাতে থাকা সোনা-রুপোর অলঙ্কার খুলে তাকে প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেন। এরপরই মায়ামান বিবিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর এই মায়ামান বিবি সম্পর্কে ওই শিশুটির পিসি হয়।