অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাগুইয়াটিতে একটি আবাসনে ৭০ বছর বয়সী এক জন বৃদ্ধার মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠছে আয়ার বিরুদ্ধে। বৃদ্ধার মৃত্যুর পর ১৯ শে সেপ্টেম্বর পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই আয়ার কার্যকলাপ নজরে আসে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে ওই বৃদ্ধা অসুস্থ থাকায় পরিবারের তরফে পরিচর্যার জন্য বাড়িতে আয়া রাখা হয়েছিল। আর ওই বৃদ্ধার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বিছানায় শয্যাশায়ী ওই বৃদ্ধার সামনে টিভি চলছে। আর আয়া ঘরের এক কোণে মেঝেয় শুয়ে ছিলেন। হঠাৎ উঠে এসে ওই বৃদ্ধার মুখে আঘাত করেন।
আবার আবার কখনো বৃদ্ধার মুখ চেপে ধরে মারধর করতে থাকেন। পরিবারের সদস্যরা এই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের দ্বারস্থ হলে পুলিশও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আয়াকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, “আয়ার ঘুমে ব্যাঘাত হওয়ার কারণেই মারধর করা হয়েছিল।”