নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার রতুয়া থানার অর্ন্তগত বাহারালের উত্তর সাহাপুর এলাকায় পারিবারিক অশান্তির জেরে ভাইকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী শেখ মোস্তাককে দাদা শেখ গেনা গুলি করেন। এরপর দ্রুত মোস্তাককে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আপাতত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। আর ঠিক কি কারণে গুলি চালানো হয়েছে ও অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছেন তা খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here