নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সোমবার রাতেরবেলা নদীয়ার শান্তিপুর থানার বেলগড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের গবার চর এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফলে গোটা পরিবারের মধ্যে আতঙ্ক শুরু হয়।
জানা গেছে, ঘটনার সময় বাড়িতে গৌরাঙ্গবাবু অন্য বাড়িতে ছিলেন। আর পরিবারের মা-বাবা, বোন, ভাগ্নে সহ সকলে ঘুমিয়েছিলেন। হঠাৎ দুষ্কৃতীরা বোমা ছুঁড়তেই ঘরের দরজা ভেঙে যায়। এর জেরে তার মা ও ১১ বছর বয়সী ভাগ্নে আহত হওয়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
গৌরাঙ্গবাবুর পরিবার এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। পঞ্চায়েত ভোটে এই আসনে গৌরাঙ্গবাবুর বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের সেই কৃষ্ণপদ রাহা সহ অন্যদের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে কৃষ্ণপদবাবুকে গ্রেফতার করেছেন। গত বোর্ডে এখানে তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিজেপির চঞ্চল চক্রবর্তী জানান, “তৃণমূল অনেক জায়গাতেই হারের আক্রোশ মেটাতে সন্ত্রাস করছে। এর আগেও এই এলাকায় আমাদের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শান্তিপুর থানার পুলিশের নিষ্ক্রিয়তায় এই ধরণের ঘটনা ঘটে চলেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “আইন আইনের পথে চলবে। আমাদের দল এই ধরনের কোনও কাজকে প্রশ্রয় দেয় না।”