নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। এই ভাঙনের জেরে তাসের ঘরের মতো একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। কোথাও এক তলা বাড়ি তো কোথাও দোতলা পাকা বাড়ি। মাথার উপর ছাদ হারিয়ে গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিন সকালবেলাই সামশেরগঞ্জে পর পর পাঁচটি বাড়ি ধসে যায়।
গঙ্গার ভাঙনে নঘরা, কামালপুর সহ সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশতলা ইত্যাদি এলাকার বাসিন্দাদের মধ্যে হাহাকার ছড়িয়ে পড়েছে। সামশেরগঞ্জের ওই গ্রামগুলোর বেশীর ভাগ মানুষ বিড়ি তৈরী করে জীবিকা অর্জন করেন। অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবেও কাজ করছেন। এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অনেকে এখন অসহায় ভাবে রাস্তায় দিন কাটাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
সম্প্রতি বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ধসপ্রবণ ও ধসকবলিত গ্রামগুলিতে পরিদর্শন করতে গিয়ে রাজ্য সরকারের উপর এই ঘটনার দায় চাপান। বিরোধীদের অভিযোগ, “প্রশাসন গঙ্গার ভাঙন থেকে গ্রামবাসীকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন না।’’
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত ৫ ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামশেরগঞ্জের গ্রামগুলিতে ভাঙন মোকাবিলায় ১০০ কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন। কিন্তু এরপরেও ভাঙনরোধের কোনো কাজ শুরু হয়নি। অন্য দিকে, সামশেরগঞ্জ ব্লকের বিডিও সুজিত লোধ এই প্রসঙ্গে জানান, “ভাঙন সংক্রান্ত বিষয়টি সেচ দপ্তর সরাসরি পর্যবেক্ষণ করছে। আমরা সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করছি।’’
Sponsored Ads
Display Your Ads Here