অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতার অ্যান্ড্রিউজ হাই স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রকে বিদ্যালয়ের সামনে থেকে বাইকে তোলার অভিযোগ উঠলো বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বর জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী পড়ুয়ারা জানায়, ‘‘দুপুরবেলা ৩টে ৩০ নাগাদ ওই ছাত্র বিদ্যালয় থেকে বেরোলে কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করে বাইকে তুলে নিয়ে যায়।’’ এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বিদ্যালয়ের সামনের একটি দোকানে বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে প্রধানশিক্ষক সুপ্রিয় মিত্র পুরো ঘটনাটির কথা স্বীকার করেছেন। পরে পুলিশ কসবা এলাকা থেকে ওই ছাত্রকে উদ্ধার করেন। কিন্তু খাস কলকাতার মতো জায়গায় এ হেন ঘটনা ঘটেছে কিভাবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। এর পাশাপাশি অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়েও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here