নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ গতকাল কেরলের ওয়েনাড জেলার থালাপ্পুঝার কাছে কান্নোথমালায় জিপ উল্টে খাদে পড়তেই ঘটনাস্থলেই মৃত্যু হলো ৯ জন মহিলার। আর আহত হয়েছেন চালক সহ আরো ৫ জন। যাত্রীরা সকলে ওয়েনাড জেলারই বাসিন্দা ছিলেন।
সূত্রের খবর, ১৪ জন শ্রমিক চা বাগানের কাজ সেরে জিপে করে বাড়ি ফিরছিলেন। ওই শ্রমিকদের মধ্যে বেশীরভাগই মহিলা ছিলেন। কিন্তু ওই এলাকায় জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ২৫ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। ফলে সঙ্গে সঙ্গেই জিপটি দু’টুকরো হয়ে আট জন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আহতদের সরকারী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আর নিজে জেলা প্রশাসনের সাথেও যোগাযোগ রাখছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুর্ঘটনার খবর পেয়ে বনমন্ত্রী একে শশীন্দ্রণকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও বিবেচনা করছেন।