নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ বৃহস্পতিবার রাতেরবেলা এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকলো গুজরাতের সুরাতবাসী। যার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, দ্রুত গতিতে একটি গাড়ি রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। আর সামনে একটি বাইক চালক আটকে পড়েছিল। এরপর গাড়ির চালক ওই অবস্থাতেই বাইক চালককে বাইক সমেত আটশো মিটার টেনেহিঁচড়ে নিয়ে যান।
পরে প্রত্যক্ষদর্শীরা বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পাশাপাশি পুলিশ খবর পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ি সহ গাড়ির চালকের খোঁজ চালাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।