নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ আজ হিমাচল প্রদেশের মান্ডি জেলায় বৃষ্টির জেরে রাস্তার বিশাল অংশ ধসে যাওয়ায় একটি যাত্রীবাহী সরকারী বাস প্রায় ৩০ ফুট নীচে গিয়ে পড়ে গেল। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন যাত্রী। এদের মধ্যে তিন জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
সূত্রের খবর, বাসটি সুন্দরনগর থেকে শিমলা যাচ্ছিল। হঠাৎ কাঙ্গুরের কাছে রাস্তায় ধস নেমে প্রায় ৪৫ মিটার অংশ ধসে পড়ায় বাসটি যাত্রীদের নিয়ে গভীর খাতে গিয়ে পড়ে। এই দুর্ঘটনার পর কাঙ্গু-ডেহর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কপথে সুন্দরগড়ের সঙ্গে শিমলার যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, খুব ধীরে ধীরে ধস নামায় বাসের যাত্রীরা বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু হুড়মুড়িয়ে ধস নামলে বাসটি নদীতে গিয়ে পড়ত। ফলে যাত্রীদের প্রাণহানির সম্ভাবনা ছিল। তবে যাত্রীরা আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত দু’দিন ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হওয়ায় বহু জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। গত শুক্রবার সোলান জেলার শিমলা-কালকা সড়কে বড়োসড়ো ধস নামার ফলে এক সপ্তাহের জন্য পাঁচ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ নেগি জানান, “এখনো অবধি ধসের কারণে দুশোরও বেশী রাস্তা বন্ধ আছে।”