চয়ন রায়ঃ কলকাতাঃ যাদবপুরকাণ্ডের পর এবার কলকাতার আরজি কর মেডিকেলে এক ইন্টার্নের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাতেরবেলা ১২টা ৪০ মিনিটে ওই ডাক্তারী পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম শুভ্রজ্যোতি দাস। শুভ্রজ্যোতির এখানে ইন্টার্নশিপ চলছিল।
গত ১০ ই আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করানো হলে মারা যায়। হাসপাতাল জানায়, “শুভ্রজ্যোতি হস্টেলে থাকত না। সম্প্রতি কাজেও যাচ্ছিল না। তবে শরীরে বিষক্রিয়া হয়েছিল।” পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, বিষক্রিয়ার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু শরীরে বিষক্রিয়া ঘটলো কিভাবে তা এই নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে।