নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আজ গুজরাতের আমদাবাদ জেলার রাজকোট-আমদাবাদ জাতীয় সড়কের ধারে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জন শিশু সহ মোট ১০ জনের। আর গুরুতর আহত হয়েছেন ১৩ জন।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, খেড়া জেলার তেইশ জন পুণ্যার্থী রাজ্যের সুরেন্দ্রনগর জেলার চটিলা তীর্থক্ষেত্র থেকে মিনি ট্রাকে করে ফিরছিলেন। এমন সময় ট্রাকটি বাগোডারা গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী গাড়ির পিছনে এসে সজোরে ধাক্কা মারে। এর জেরে মালবাহী গাড়িটির তেমন ক্ষতি না হলেও ট্রাকটি একেবারে দুমড়েমুচড়ে যায়।
এই দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশেরই মাথায় ও বুকে আঘাত লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছেন, মালবাহী গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণে সামনে দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু ট্রাকটি সেটা বুঝতে না পেরেই পিছন দিক থেকে ধাক্কা মারতেই এই দুর্ঘটনাটি ঘটে যায়।
গুজরাত পুলিশের আমদাবাদ রেঞ্জের আইজি প্রেম বীর সিংহ জানান, “ট্রাকটি অতিরিক্ত যাত্রীকে নিয়ে যাচ্ছিল। আর ওই ট্রাকটি আদতে কেবল পণ্য বহন করার উপযুক্ত। তবে বাগোডারা পুলিশ এই দুর্ঘটনার তদন্ত করছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এই দুর্ঘটনায় অত্যন্ত শোকপ্রকাশ করেছেন।”