নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের মেঙ্গালুরুর কিশোর-কিশোরীদের মধ্যে একটি বিশেষ চকোলেট খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল। এই চকোলেট কেনার টাকা না দেওয়া হলে, বাচ্চাদের ব্যবহারেও আশ্চর্য পরিবর্তন দেখা যাচ্ছিল। এরপর পুলিশ অভিভাবকদের একাংশের অভিযোগে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন।
পুলিশ তদন্তে নামতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। জানা যায়, চকোলেটের নাম করে রঙিন রাংতায় মুড়ে যে জিনিস বিক্রি হচ্ছিল, তা আসলে গাঁজা। দোকানদার চকোলেটের মধ্যে গাঁজার নির্যাস মিশিয়ে বিক্রি করছিলেন। আর এলাকার বাচ্চারা তা খেয়ে মাদকাসক্ত হয়ে পড়ে।
গতকাল মেঙ্গালুরু পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৮৫ কেজি ও অন্য দোকান থেকে ৩৫ কেজি মাদক মেশানো চকোলেট বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি দুই দোকানের মালিককেই গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই মাদক মেশানো এক একটি চকোলেট ২০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
মেঙ্গালুরুর পুলিশ কমিশনার কুলদীপ জৈন জানান, ‘‘ফরেন্সিক রিপোর্টে দেখা গিয়েছে, চকোলেটের মধ্যে গাঁজার নির্যাস মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। আর এগুলি উত্তর ভারত থেকে বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল। কিন্তু দোকানের মালিকদের গ্রেফতার করা হলেও এই ঘটনার নেপথ্যে কোনো মাদকচক্র কাজ করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’