নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার পুখুরিয়া থানার কুমাগঞ্জের আজিমগঞ্জ গ্রামে পণের জন্য তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে। প্রায় এক সপ্তাহ চিকিৎসা চলার পর গতকাল মালদা মেডিকেল কলেজে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম প্রিয়াঙ্কা রবিদাস। বয়স ২৩ বছর। স্বামী আকালু রবিদাস পেশায় এক জন শ্রমিক।

গত ১ লা আগস্ট গভীর রাতেরবেলা প্রিয়াঙ্কার উপর শ্বশুরবাড়ির সদস্যরা ভয়ানক অত্যাচার করেন। এমনকি মারধরের পর গায়ে আগুন ধরিয়ে দেন। এরপর প্রিয়াঙ্কার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এই ঘটনার পর থেকেই প্রিয়াঙ্কার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। এই ঘটনায় প্রিয়াঙ্কার বাপের বাড়ির তরফে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here