নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কুরেভার এলাকার সাধোভারি গ্রামে বিতর্কিত জমিতে গোরু রাখায় এক জন বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আর ওই বৃদ্ধকে বাঁচাতে এসে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার পুত্রও।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মাঘ্যুবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এখনো বিজয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে মাঘ্যুবাবুর ভাইপো মানিকলাল পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছেন। এই অভিযুক্তদের মধ্যে গ্রামের এক জন শিক্ষকও রয়েছেন।