অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সল্টলেকে এসএসসির দপ্তর আচার্য সদনের সামনে চাকরীপ্রার্থীদের বিক্ষোভকে ঘিরে তীব্র অশান্ত শুরু হয়। উল্লেখ্য, ২৪৪ দিন ধরে চাকরীপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
- এদিন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক চাকরীপ্রার্থীরা বিনা অনুমতিতে কলকাতার করুণাময়ী এলাকায় আচার্য সদনের গেটের সামনে নিয়োগের দাবীতে আন্দোলন শুরু করেন। প্রসঙ্গত, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তির পর ২০১৫ সালে এই চাকরীপ্রার্থীরা পরীক্ষায় বসেন। সদবসেন। আর ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও পান। কিন্তু চাকরীপ্রার্থীদের দাবী, “১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ তারা চাকরী পাননি।”
Sponsored Ads
Display Your Ads Hereএছাড়া হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো প্যানেল গঠন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। তাই অবিলম্বে প্যানেল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে দাবী তোলা হয়। আর তা না হলে চাকরীপ্রার্থীরা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Hereপূর্ব বিধাননগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফও নামানো হয়। ফলে ঘণ্টাখানেকের মধ্যে চাকরীপ্রার্থীদের সেখান থেকে সরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এতে পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়। পুলিশের দাবী, “চাকরীপ্রার্থীরা আচার্য সদনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টাও করেন।”