নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার ধুবুলিয়ার সিংহাটি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ঝোপ থেকে উদ্ধার ১ জন লরি চালকের দেহ। মৃতের নাম আশিস মণ্ডল। বয়স ৫০ বছর। বাড়ি কালীগঞ্জে।
পরিবার সূত্রে জানা গেছে, আশিসবাবু ভাঙাচোরা লোহা বোঝাই লরি নিয়ে নবদ্বীপ যাচ্ছিলেন। কিন্তু কলকাতামুখী রাস্তায় ‘নো-এন্ট্রি’ থাকায় লরি দাঁড় করিয়ে রাখেন। ঠিক ওই সময় পিছন দিক থেকে একটি লরি এসে তার লরিতে ধাক্কা মারতেই লরিটি উল্টে না গেলেও রাস্তার পাশে নীচু জায়গায় নেমে যায়।

ধুবুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও আশিসবাবুর সন্ধান পাওয়া যায়নি। এরপর পরিবারের তরফে ধুবুলিয়া থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছিল। এদিন পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এসে মৃতদেহটি শনাক্ত করেন। এরপর শক্তিনগর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, একটি পা-ও ভাঙা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার পর আশিসবাবু জাতীয় সড়ক পার হওয়ার সময় অন্য কোনো গাড়ি ধাক্কা মেরে থাকতে পারে। তবে রাস্তার পাশে ঝোপে পড়ে থাকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। যদিও গোটা ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।