নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার পুণ্ডরী গ্রাম পঞ্চায়েতের সোনাহান গ্রামে নিজের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ১ জন সিপিএম নেতা। মৃত সিপিআইএম নেতার নাম সামসুজ জামান। বয়স ৭২ বছর।
সূত্রের খবর, ২০০৩ সাল থেকে ২০০৮ সাল অবধি পাঁচ বছর সামসুজবাবু হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদ সামলেছেন। বর্তমানে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু এদিন বাড়ির ছাদে ঘুরতে গিয়ে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে ছাদে গিয়ে দেখেন সামসুজবাবু মেঝেতে পড়ে আছেন।
এরপর দ্রুত সামসুজবাবুকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হরিরামপুর থানার পুলিশ গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
পাশাপাশি পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন। এছাড়া এই আগ্নেয়াস্ত্র কোথায় পেয়েছেন, এর লাইসেন্স ছিল কি না, সেই দিকটিও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে।