নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত হাটপিলখুণ্ডি গ্রামে টিউশন থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণীর ১ জন ছাত্রীর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ছাত্রীর নাম সুমনা ঘোষ। বয়স ১৮ বছর। বাড়ি সালারের মাতোয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘সুমনা ও তার তিন জন বান্ধবী সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। ওই সময় সুমনাকে পিছন থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারতেই সুমনা রাস্তায় পড়ে যায়। এরপর তার মাথার উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যেতেই ঘটনাস্থলে মৃত্যু হয়।’’ এই ঘটনার পর গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারপর ডাম্পার এবং চালককে আটকে রাখেন।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান। সালার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। গ্রামবাসীদের দাবী, ‘‘ডাম্পারের চালক মত্ত অবস্থায় ছিল। এই ঘটনার বিচার চাই। এর আগেও এই রাস্তায় দুর্ঘটনার কারণে তিন জনের মৃত্যু হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে সুমনার বান্ধবী কোয়েল ঘোষ জানায়, ‘‘সুমনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আশপাশের লোকজনকে কত বললাম। কিন্তু কেউ এগিয়ে এল না। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ঠিক বেঁচে যেত।’’
Sponsored Ads
Display Your Ads Here