নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ প্রায় এক সপ্তাহ লড়াই করার পর আজ কোচবিহারের এমজেএন হাসপাতালে মৃত্যু হয়েছে জেলার এক নির্যাতিতার। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ ই জুলাই ওই নাবালিকা বিদ্যালয় গিয়েছিল। হঠাৎ অসুস্থ বোধ করায় তৃতীয় ক্লাসের পর সে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। ওই সময় কয়েক জন নাবালিকাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যাবেলা হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যেরা খোঁজাখুঁজি শুরু করেন।
এরপর গত ২০ শে জুলাই তার পরিবারের সদস্যেরা পুণ্ডিবাড়ি থানায় মিসিং ডায়েরী করেন। অবশেষে জানতে পারেন, ওই নাবালিকা কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি। পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রতিবেশী পাঁচ জনকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করার সাথে সাথে অপহরণের মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বাপ্পা বর্মণ নামে এক জন যুবক ওই কাণ্ডের মূল অভিযুক্ত। আপাতত পুলিশ ওই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।