নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচল প্রদেশঃ বর্ষা শুরু হতেই শিশু থেকে বয়স্ক সকলেই চোখের সংক্রমণে (কনজাংটিভাইটিস) আক্রান্ত হচ্ছে। অরুণাচল প্রদেশে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে এই সংক্রমণ ছড়ানোয় প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জেলার বহু বিদ্যালয় থেকে এই সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
অরুণাচল প্রদেশের লংডিং জেলায় এই সংক্রমণ উদ্বেগজনক ভাবে ছড়িয়ে পড়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজধানী ইটানগরে ২৫ শে জুলাই থেকে ২৯ শে জুলাই অবধি সব বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার ডেপুটি কমিশনার বাণী লেগো বলেন, “সংক্রমণের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
মূলত এই সংক্রমণের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চুলকানি, চোখ ফুলে যাওয়ার মতো উপসর্গ ধরা পড়ছে। অরুণাচল প্রদেশে পাশাপাশি দেশের নানা প্রান্তে যেমন কলকাতা, দিল্লি, গুজরাত সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এই সংক্রমণ ধরা পড়েছে।