চয়ন রায়ঃ কলকাতাঃ একশো দিনের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে ছিনিয়ে আনতে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছেন।
অন্যদিকে, এদিন মূলত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে ছিলেন। সেখানে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত কর্মীদের খোঁজ নেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী পাল্টা তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জানান, ‘‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হলে তৃণমূল সাংসদরা দিল্লির সংসদে প্রবেশ করতে পারবেন না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া বলেন, “আমরা এই অসভ্যের রাজনীতি দেখিনি। ব্যক্তিগত আক্রমণ, বাড়িতে আক্রমণ, গাড়িতে আক্রমণ! এত সরকার এসেছে, কিন্তু এরকম করেনি। সিপিএম চৌত্রিশ বছর মিছিলে হামলা করেছে, বোমা মেরেছে। তবে এই কোম্পানী বাড়িতে হামলা করতে বলে। কি সাহস!
Sponsored Ads
Display Your Ads Here
তাছাড়া কার বাড়িতে কে ঢুকবে আর কে বের হবে তা মানুষের সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার। যদি তৃণমূল বিজেপির কোনো কর্মীর বাড়িতে এই কর্মসূচী নিয়ে যায় তাহলে তৃণমূল সাংসদদের পার্লামেন্টে ঢুকতে দেওয়া হবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here