Indian Prime Time
True News only ....

রায়গড়ে ভূমিধসে ইতিমধ্যে প্রাণ হারালেন ১৬ জন

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জন। আর নিখোঁজ হয়েছেন ১১৯ জন গ্রামবাসী। কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও ভারী বৃষ্টি হবে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার রাত ১১টা নাগাদ জেলার ইরশালওয়াড়ির একটি আদিবাসী গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে ধস নেমে আসে। ফলে গ্রামের পঞ্চাশটি বাড়ির মধ্যে সতেরোটি বাড়ি ধসের নীচে চাপা পড়ে গিয়েছে। মোট ২২৮ জন গ্রামবাসীর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার জন শিশু রয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

যাদের বয়স এক থেকে চার বছর। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) যৌথ ভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। এছাড়াও বহু পর্বতারোহী এই উদ্ধার কাজে এগিয়ে এসেছেন। তবে গ্রামে পাকা রাস্তা না থাকায় ধস সরানোর যন্ত্র না ঢোকাতে পেরে হাতে উদ্ধারের কাজ চালানোয় অনেকটা সময় লাগছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored