নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ মৌসম ভবন ফের দিল্লিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যেই রাজধানীতে অত্যধিক বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। যমুনা নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে।
যমুনা নদীর জল বেড়ে যাওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাসস্থানের এলাকাতেও জল ঢুকে পড়েছে। জমা জলে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। এমনকি ওখলা, চন্দ্রওয়াল ও ওয়াজিরাবাদ জল পরিশোধনাগার কেন্দ্রগুলি বন্ধ হওয়ায় পানীয় জল সঙ্কটের আশঙ্কা করা হয়েছে। নদীতে জল বেড়ে ২০৮.৪৮ মিটার হয়েছে, যা গত ৪৫ বছরের নজির ভেঙে দিয়েছে।
প্রশাসনের উদ্যোগে শহরের নানা প্রান্তে দুর্যোগকবলিতদের উদ্ধারকাজ শুরু হয়েছে। সরকার বন্যা পরিস্থিতিতে বাইরে থেকে কোনো ভারী বা গুরুত্বপূর্ণ পণ্য বহনকারী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি জলস্তর বাড়তে থাকায় আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অরবিন্দ কেজরীওয়াল টুইট করে বাসিন্দাদের সতর্ক করেছেন।