নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তপ্ত মণিপুরে গত কয়েক মাস পর গতকাল বিদ্যালয় খুলেছিল। কিন্তু আজ পশ্চিম ইম্ফল জেলার একটি বিদ্যালয়ের বাইরে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক জন অজ্ঞাত পরিচিত মহিলা।
প্রসঙ্গত, গত দু’মাস থেকে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের কারণে একশোরও বেশী মানুষ নিহত হয়েছেন। বিদেশ প্রতিমন্ত্রী রঞ্জন সিংহের বাড়িতে পেট্রোল বোমা ছোঁড়ার পাশাপাশি বিক্ষুব্ধ জনতা একমাত্র মহিলা মন্ত্রী কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন। এছাড়া দুষ্কৃতীরা রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও ক্রেতাসুরক্ষা দপ্তরের মন্ত্রী এল সুসীন্দ্র মেইতেইয়ের বাড়ি সংলগ্ন একটি গুদামঘরেও আগুন লাগিয়ে দেয়।
ফলে অশান্ত পরিস্থিতিকে আয়ত্তে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিংয়ের সাথে বৈঠক করেও কোনো লাভ হয়নি। এই কারণে রাজ্যের বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের দাবী তুলেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব থাকছেন কিভাবে সেই প্রশ্নও বার বার উঠে আসছে।