নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গত ৪ঠা জুলাই মধ্যপ্রদেশের সিধি জেলার কুবরি গ্রামে আদিবাসী শ্রমিকের মুখে-গায়ে প্রস্রাব করার ঘটনায় রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তবে দ্রুত প্রশাসন অভিযুক্ত প্রবেশ শুক্লকে গ্রেফতার করেছেন। এমনকি প্রবেশ শুক্লর বাড়ির একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়েও দেওয়া হয়। তিনি বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লর ঘনিষ্ঠ বলে জানা গেছে।
তবে এই ঘটনায় সরকারের ভাবমূর্তিতে যাতে কোনো প্রভাব না পড়ে তাই মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান আদিবাসী শ্রমিক দশমত রাওয়তের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এমনকি দশমতকে নিজের বাসভবনে ডেকে নিজের হাতে জুতো খুলে দিয়ে হাত-পা ধুইয়ে উত্তরীয় পরিয়ে দেন। কিছু উপহার দেন। এমনকি খাইয়েও দেন।
এরপর শিবরাজ চৌহান ‘অতিথি আপ্যায়নের’ পুরো ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডলেও শেয়ার করেছেন। দশমত এই ঘটনায় একেবারে অবাক। মুখ্যমন্ত্রী তাকে এও জানান যে, “ওই ঘটনার ভিডিয়ো দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে আপনাদের মতো মানুষই ঈশ্বর।”