চয়ন রায়ঃ কলকাতাঃ কেন্দ্রীয় সরকার মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরো ছ’মাস বাড়িয়ে দিল। আজ হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের শেষদিন ছিল। গতকাল অবধি তাঁর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত চিঠি না আসায় প্রশাসনিক মহল খানিকটা উদ্বিঘ্ন ছিল।
উল্লেখ্য, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ না বাড়লে গোপালিকার নামই পরবর্তী মুখ্যসচীব হিসেবে সবচেয়ে আগে বিবেচিত ছিল। এদিকে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ যাতে না বাড়ে, তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছিলেন। তাঁর নামে বিভিন্ন সময় নানা অভিযোগও প্রকাশ্যে এনেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আমলাদের মেয়াদবৃদ্ধির বিষয়টি কেন্দ্রের ‘পার্সোনেল’ মন্ত্রকের অধীন। অর্থাৎ ওই দপ্তর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীন। তবে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি বারবারই উড়িয়ে দিয়ে বলেছে, ‘‘তাঁর রাজ্যের কোনো আমলাকে নিয়ে মাথাব্যথা নেই।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে রাজ্য বিজেপিরই একাংশের বক্তব্য, ‘‘শুভেন্দু অধিকারী হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচীব পদে এই মেয়াদ বৃদ্ধি পছন্দ করবেন না।’’ কিন্তু নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে খানিকটা হলেও অসন্তুষ্ট হয়েছেন শুভেন্দু অধিকারী।