নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই আজ হাওড়ার ডোমকলের জোতকানা তুলসীপুর এলাকায় তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠলো। এই সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূল এবং সিপিএমের মোট ৪ জন। এই সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সিপিএম এলাকায় ভোটের প্রচার করছিল। তৃণমূলের অভিযোগ, “সিপিএমের মিছিল থেকে তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয়। আর এর প্রতিবাদ করায় বচসা শুরু হয়।” স্থানীয় সূত্রে খবর, এরপর তৃণমূল ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলিও চলে।
Sponsored Ads
Display Your Ads Here
এর ফলে বেশ কয়েক জন আহত হয়েছেন। এদিকে তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করলে বামেরা পুরো বিষয়টি অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে গুলি চালানোর অভিযোগ তোলেন।
Sponsored Ads
Display Your Ads Here