অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল গভীর রাতেরবেলা ভাঙড় থানা এলাকার অন্তর্গত গড়ান বেরিয়া এলাকায় মদের আসরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরী হয়। মৃত ৩২ বছর বয়সী৷ অজয় পাল। পেশায় এক জন প্রতিমাশিল্পী।
জানা গেছে, রাতেরবেলা অজয় বন্ধু রাজু শেখের সঙ্গে মদ্যপান করতে বসেছিল। তখন হঠাৎ বচসা শুরু হয়। এরপর অশান্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় রাজু অজয়কে একটি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। ভাঙড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। আর অভিযুক্ত রাজুর তল্লাশি শুরু করেছেন।
অন্য দিকে, শনিবারই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের খণ্ডযুদ্ধে দুই জন তৃণমূল কর্মী এবং এক জন আইএসএফ কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভারের দায়িত্ব সিআইডি (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) নিয়েছে। উল্লেখ্য, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ভাঙড়ে অশান্তি অব্যাহত।