নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে চলছে পুলিশী অভিযান। এবার গতকাল হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত দক্ষিণ কোরোলা এলাকায় প্রায় ৩০টি বোমা উদ্ধার হয়েছে। আর মিনসর শেখ নামে এক জন তৃণমূল কর্মী আটক হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, মিনসরের বাড়িতে বোমা মজুত থাকার খবর পেয়েই তল্লাশি শুরু হয়। পুলিশ বাড়িতে গেলে তার স্ত্রী জানান, ‘‘ভয়ে তিনি বোমাগুলো পুকুরে ফেলে দিয়েছেন।’’ এরপর পুলিশ পুকুরে জাল ফেলে বোমাগুলো উদ্ধার করে। পরিবার সূত্রে দাবী করা হয় যে, ‘‘এই ঘটনায় ফাঁসানো হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু পুলিশ মিনসরকে আটক করে এই বোমা মজুত করার কারণ জিজ্ঞাসাবাদ করছেন। এর পাশাপাশি সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।