নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ গতকাল রাতেরবেলা কোঙ্গবা এলাকায় উন্মত্ত জনতা কার্ফু উপেক্ষা করে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের বাড়িতে বোমা ও পেট্রোল ছুঁড়ে আগুন ধরান। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরী হয়। প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় দুষ্কৃতীদের গুলিতে কয়েক জনের মৃত্যুর জেরেই মেইতেই জনগোষ্ঠীর নেতা রঞ্জন সিংহের বাড়িতে এই হামলা হয়।
এই ঘটনার সময় তিনি কেরলের কোচিতে ছিলেন। প্রসঙ্গত, গতকাল মণিপুর সরকারের এক মাত্র মহিলা মন্ত্রী কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেনের বাড়ি জ্বালানোর ঘটনায় মেইতেই গোষ্ঠীর কয়েক জন নেতা কুকি জনগোষ্ঠীর নেত্রী নেমচার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতা ও হিংসায় মদতের অভিযোগ এনেছিলেন ।
রঞ্জন সিংহ এই প্রসঙ্গে জানান, ‘‘আমরা শান্তি ফেরানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি আছে, যারা চায় না শান্তি ফিরুক।’’ উল্লেখ্য যে, গত ৩ রা মে জনজাতি ছাত্র সংগঠন এটিএসইউএমের (অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর) কর্মসূচীকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়েছিল।
।
মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফশিলী জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপর জনজাতি সংগঠনগুলি এই নির্দেশের বিরোধীতায় পথে নামে। আর তারপর থেকেই সংঘাতের সূচনা হয়।
6