নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ২৪ ঘণ্টার মধ্যেই চার বার জম্মু-কাশ্মীর কেঁপে উঠল। গতকাল দুপুরবেলা ১টা ৩৩ মিনিটে ৫.৪ মাত্রায় ভূকম্পন অনুভূত হওয়ার পর মধ্যরাতেরবেলা ২টো ২০ মিনিটে ৪.৩ মাত্রায় ভূকম্পন হয়। আবার আজ সকালবেলা ৭টা ৫৬ মিনিটে ৩.৫ মাত্রায় ও ৮টা ২৯ মিনিটে ৩.৩ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে ছিল। আর এদিন সকালবেলা প্রথমে ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল। এরপর হওয়া ভূকম্পনের উৎসস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল।
সূত্রের খবর অনুযায়ী, এই ভূমিকম্পে জম্মু-কাশ্মীরের চার জন আহত হয়েছে। আর বহু ঘর-বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসে ভারতে মোট ৪১ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ডে সাত বার, মণিপুরে ছয় বার, অরুণাচল প্রদেশে পাঁচ বার, মেঘালয় ও হরিয়ানায় তিন বার ভূকম্পন অনুভূত হয়েছে।