নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ রাগের মাথায় মাকে খুন করে ফেলার অভিযোগ ওঠে মেয়ের বিরুদ্ধে। এরপর নিহত মায়ের দেহ সুটকেসে ভরে মহিলা নিজেই থানায় পৌঁছে যান। বেঙ্গালুরুতে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ একেবারে হতবাক।
পুলিশ সূত্রে খবর, ৩৯ বছর বয়সী ফিজিয়োথেরাপিস্ট ওই মহিলা বেঙ্গালুরুতে পরিবার নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন। কিন্তু প্রতিদিনই তার মায়ের সাথে ঝামেলা চলত। ফলে গতকাল রাগের মাথায় মাকে খুন করে মায়ের দেহ সুটকেসে ভরে থানায় নিয়ে যান। আর এই খুনের কথা স্বীকার করেন।
এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেন। তবে ফ্ল্যাটে ওই মহিলার স্বামী উপস্থিত না থাকলেও শাশুড়ি উপস্থিত ছিলেন। তবে শাশুড়ি বাড়িতে থেকেও খুনের কথা জানতে পারেননি। পুলিশই প্রথম তাকে ঘটনার কথা জানান। এছাড়া জানা গেছে, অভিযুক্ত মহিলার বাড়ি পশ্চিমবঙ্গে।