নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে মুর্শিদাবাদের ডোমকল ব্লক অফিসে ঢোকার মুখে বাম নেতা-কর্মী-সমর্থকদের আটকে রেখে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু তৃণমূলের অভিযোগ, “বামেরা ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল শুরু করেছে।”
এদিন সকালবেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা ডোমকল বিডিও অফিস চত্বরে ভিড় জমাতে শুরু করেন। আর সকালবেলা ১১টা নাগাদ বাম ও কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা মনোনয়ন জমা দেওয়ার জন্য ব্লক অফিসে ঢোকার চেষ্টা করলে তৃণমূল কর্মী-সমর্থকেরা আটকে দেয়। গোটা বিডিও অফিস চত্বর তৃণমূলের কর্মী-সমর্থকেরা ঘিরে রেখেছেন বলে অভিযোগ ওঠে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর জোর করে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলে বাম-তৃণমূলের সংঘর্ষ শুরু হয়। তবে যত পুলিশকর্মী ঘটনাস্থলে ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় ডোমকল থানার পুলিশ খবর পেয়ে আরো বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। বামেদের অভিযোগ, “এক জন কর্মী আহত হয়েছেন। আপাতত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
অবশেষে কড়া পুলিশী পাহারার মধ্যে আবার মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে, বীরভূমের লাভপুরেও বিজেপি কর্মীরা ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। এর ফলে এক জন বিজেপির কর্মীর হাত ভেঙে গিয়েছে।