নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দুপুরবেলা ৩টে ২০ মিনিটে করমণ্ডল এক্সপ্রেসের যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু ছয় মিনিট দেরীতে যাত্রা শুরুর পর কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে যায়।
সূত্রের খবর, যাত্রা শুরুর প্রথমে এসি বন্ধ ছিল। কিছুক্ষণ পরে ট্রেনে বাতানুকূল যন্ত্র চালু হলেও সাঁতরাগাছিতে পৌঁছেই বন্ধ হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ করমণ্ডল এক্সপ্রেস সাঁতরাগাছিতে দাঁড়িয়ে যায়। পরে বি-১ ও বি-২ কোচে এসি চালু হলেও বি-৩ কোচে এসি বন্ধ থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী এই প্রসঙ্গে জানান, ‘‘এখনো অবধি এরকম কোনো অভিযোগ জানা নেই। এমন যদি হয়ে থাকে নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here