নিজস্ব সংবাদদাতাঃ জম্মুঃ আজ জম্মুতে একটি যাত্রীবোঝাই বাস জাতীয় সড়ক থেকে খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মোট ৮ জন যাত্রীর। আর আহত হয়েছেন অনেকে। বাসটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে বেশীরভাগই বিহারের বাসিন্দা ছিলেন।
সূত্রের খবর, এদিন পাঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাচ্ছিল। কিন্তু যখন বাসটি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের থেকে ঝাঝর কোটলি এলাকা দিয়ে যাচ্ছিল তখন চালক সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়ে যায়।
ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। আপাতত বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এর আগে গত ২১ শে মে বৈষ্ণো দেবী যাত্রার পথে এই ধরণের দুর্ঘটনা ঘটেছিল। তাতে ২৩ জন পুণ্যার্থী আহত হয়েছিলেন।