অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিকালবেলা থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন অবধি এই রেশ চলবে। যার জেরে রাজ্যবাসী কিছুটা স্বস্তি পাবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবারেও নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি আছে। আর মঙ্গলবার ও বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার থেকে বুধবার অবধি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকার কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় মোকা জন্ম নিয়েছে। এরপর বঙ্গোপসাগরের বুকে পরাক্রম বাড়িয়ে প্রচণ্ড শক্তিশালী মারাত্মক এক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যা প্রবল বেগে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই আবহে রাজ্যেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে।