নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ গতকাল দুর্গাপুরে কাঁকসা থানা এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের উপর মুচিপাড়া মোড়ে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হলো ১ জন বাইক আরোহীর। মৃতের নাম গুরমুখ সিংহ। বয়স ৪৫ বছর। এই দুর্ঘটনায় এলাকায় বিক্ষোভের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, বুধবার দুর্গাপুরের জাতীয় সড়কের উপর মুচিপাড়া মোড়ে পথ দুর্ঘটনায় মারা যান এক বাইক আরোহী। একটি কন্টেনার পাশ থেকে গুরমুখবাবুর গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর জেরে তার মাথা গুঁড়িয়ে যায়। এরপর এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে রাস্তার উপর মৃতদেহ রেখে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের বুঝিয়ে মৃতদেহ তুলে নিয়ে যান। তারপর অবরোধও উঠে যায়। এর ফলে যান চলাচল ব্যাহত হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মত্ত অবস্থায় কন্টেনার চালানোর জন্য সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।